Phire Elo Na Aar Se Chole Gelo Je song is sung by Kishore Kumar from bengali movie Bouma,starring Ranjit Mallick , Prasenjit , Sandha Roy, Satabdi Roy
শিল্পী - কিশোর কুমার
ছবি - বৌমা
হুঁ ফিরে এলোনা আর
সে চলে গেল যে
ফিরে যাবে কোনোদিনো
ভাবিনি আমি
সে আমায় দুঃখ
দেবে তাকি জানি
ফিরে এলোনা আর
সে চলে গেল যে ।
সব রঙ মুছে নিয়ে
আকাশটা মেঘে মেঘে সাজে
বরষার সুর নিয়ে
এ বুকে যে ব্যাথাটুকু বাজে
সব রঙ মুছে নিয়ে
আকাশটা মেঘে মেঘে সাজে
বরষার সুর নিয়ে
এ বুকে যে ব্যাথাটুকু বাজে
হেয়ালী সে মন নিয়ে ভাবে না যে
এ ব্যাথা আমার যে কতখানি
ফিরে এলোনা আর
সে চলে গেল যে ।
দৃষ্টি প্রদীপ জ্বেলে
হারানো তাকে যদি পাই
বলে যাবো চুপি চুপি
ফিরে এসো এইটুকু চাই
দৃষ্টি প্রদীপ জ্বেলে
হারানো তাকে যদি পাই
বলে যাবো চুপি চুপি
ফিরে এসো এইটুকু চাই
আমার প্রান্ত ধরে
চরণ চিহ্ন এঁকে এঁকে
ফেরারি হয়েছে সে
চলে গেছে স্মৃতিটুকু রেখে
আমায় কেন যে সে
বোঝে না যে
ভালোবাসি আমি তাকে কতখানি
ফিরে এলোনা আর
সে চলে গেল যে ।
Song :- Phire Elo Na Aar Se
Movie :- Bouma
Singer :- Kishore Kumar
Cast :- Prasenjit, Ranjit Mallick, Sandha Ray, Sanghamita,
Satabdi Roy etc.
Lyrics :- Ranjit Dey
Music : Kanu Bhattacharyay
Director : Sujit Guho
Label : Echo
Entertainment Pvt Ltd
Language : Bengali Phire Elo Na Aar Se Lyrics in Bengali
ফিরে এলোনা আর সে চলে গেল যে
শিল্পী - কিশোর কুমার
ছবি - বৌমা
হুঁ ফিরে এলোনা আর
সে চলে গেল যে
ফিরে যাবে কোনোদিনো
ভাবিনি আমি
সে আমায় দুঃখ
দেবে তাকি জানি
ফিরে এলোনা আর
সে চলে গেল যে ।
সব রঙ মুছে নিয়ে
আকাশটা মেঘে মেঘে সাজে
বরষার সুর নিয়ে
এ বুকে যে ব্যাথাটুকু বাজে
সব রঙ মুছে নিয়ে
আকাশটা মেঘে মেঘে সাজে
বরষার সুর নিয়ে
এ বুকে যে ব্যাথাটুকু বাজে
হেয়ালী সে মন নিয়ে ভাবে না যে
এ ব্যাথা আমার যে কতখানি
ফিরে এলোনা আর
সে চলে গেল যে ।
দৃষ্টি প্রদীপ জ্বেলে
হারানো তাকে যদি পাই
বলে যাবো চুপি চুপি
ফিরে এসো এইটুকু চাই
দৃষ্টি প্রদীপ জ্বেলে
হারানো তাকে যদি পাই
বলে যাবো চুপি চুপি
ফিরে এসো এইটুকু চাই
আমার প্রান্ত ধরে
চরণ চিহ্ন এঁকে এঁকে
ফেরারি হয়েছে সে
চলে গেছে স্মৃতিটুকু রেখে
আমায় কেন যে সে
বোঝে না যে
ভালোবাসি আমি তাকে কতখানি
ফিরে এলোনা আর
সে চলে গেল যে ।
No comments:
Post a Comment