Tomar Moner Mato Kore song is sung by Arati Mukherjee from bengali movie Hirak Jayanti
শিল্পী - আরতি মুখার্জী
ছবি - হীরক জয়ন্তী
ওহো ওহো আহা আহা
ও ও ও ও ও
তোমার মনের মত করে
আমায় তুমি সাজিয়ে নাও
তোমার খুশী জুড়ে শাড়ী
তোমার খুশী জুড়ে শাড়ী
আমায় তুমি পরিয়ে দাও ।
রাতের আকাশ কেঁদে কেঁদে
ভোরের শিশির ঝরে
রাজপ্রাসাদের বন্দি খাঁচায়
তোমায় মনে পড়ে
বাজাও তোমার একতারাটা
নদীর সুরে গাও
তোমার মনের মত করে
আমায় তুমি সাজিয়ে নাও ।
শহরের আলো ছেড়ে
গ্রামের মায়ায়
কি বাঁধনে বেঁধে দিলে
গাছেরই ছায়ায়
সব জ্বালা সব ছিলো
হয়ে গেল ভুল
আমার মনের মাঝে
যেন তুমি রাঙ্গা ফুল
সেই ফুলে গাঁথা মালা
অঞ্জলি নাও
তোমার মনের মত করে
আমায় তুমি সাজিয়ে নাও ।
Song : Tomar Moner Moto Kore
Movie : Hirak Jayanti
Artist : Aarti Mukherji
Music Director : Goutam Bose
Release : 1990
Director : Anjan Choudhury
Starcast : Chumki Choudhury, Joy Banerjee, Dilip Roy, Ranjit
Mullick, Kali
Banerjee, Soumitra Banerjee, Bhabesh Kundu, Antara Sinha,
Ratna Ghosal,
Rina Chowdhury
Tomar Moner Mato Kore Lyrics in Bengali
তোমার মনের মত করে আমায় তুমি সাজিয়ে নাও
শিল্পী - আরতি মুখার্জী
ছবি - হীরক জয়ন্তী
ওহো ওহো আহা আহা
ও ও ও ও ও
তোমার মনের মত করে
আমায় তুমি সাজিয়ে নাও
তোমার খুশী জুড়ে শাড়ী
তোমার খুশী জুড়ে শাড়ী
আমায় তুমি পরিয়ে দাও ।
রাতের আকাশ কেঁদে কেঁদে
ভোরের শিশির ঝরে
রাজপ্রাসাদের বন্দি খাঁচায়
তোমায় মনে পড়ে
বাজাও তোমার একতারাটা
নদীর সুরে গাও
তোমার মনের মত করে
আমায় তুমি সাজিয়ে নাও ।
শহরের আলো ছেড়ে
গ্রামের মায়ায়
কি বাঁধনে বেঁধে দিলে
গাছেরই ছায়ায়
সব জ্বালা সব ছিলো
হয়ে গেল ভুল
আমার মনের মাঝে
যেন তুমি রাঙ্গা ফুল
সেই ফুলে গাঁথা মালা
অঞ্জলি নাও
তোমার মনের মত করে
আমায় তুমি সাজিয়ে নাও ।
Tomar Moner Mato Kore Lyrics in English
Oho oho aaha aaha
O ..o..o..o..o
Tomar moner mato kore
Amay tumi sajiye naao
Tomar khushi jure shari
Tomar khushi jure shari
Amay tumi poriye daao
Tomar moner mato kore
Amay tumi sajiye naao
Raater akash kende kende
Bhorer shishir jhore
Raaj prasader bondi khanchay
Tomay mone pore
Baajao tomar ektarata
Nodir sure gaao
Tomar moner mato kore
Amay tumi sajiye naao
Shahorer alo chhere
Gramer maayay
Ki bandhone bendhe dile
Gacheri chhayay
Sob jwala sob chhilo
Hoye gelo bhul
Amar moner majhe
Jeno tumi ranga phool
Sei phoole gantha mala
Anjoli naao
Tomar moner mato kore
Amay tumi sajiye naao
My favourite song❤
ReplyDelete