Tuesday, 22 August 2017

AAJ MUKHETE BOLLE TUMI JE KATHA BY KISHORE KUMAR...LYRICS - আজ মুখেতে বললে তুমি যে কথা - Mukhete Bolle Tumi Lyrics in Bengali - Sandha Pradip

Aaj Mukhete Bolle Tumi Je Kotha song is sung by Kishore Kumar from bengali movie Sandhya Pradip


AAJ MUKHETE BOLLE TUMI JE KATHA BY KISHORE KUMAR...LYRICS - আজ মুখেতে বললে তুমি যে কথা - Mukhete Bolle Tumi Lyrics in Bengali - Sandha Pradip





 
Song : Aaj Mukhete Bolle Tumi
Artist : Kishore Kumar
Movie : Sandhya Pradip
Music : Mrinal Banerjee
Lyricist : Pulak Bandopadhyay
Director : Anjan Mukhopadhyay
Cast : Ranjit Mallick,Somitra Chatterjee,Manoj Mitra,AnupKumar,Gita Dey  


Aaj Mukhete Bolle Tumi Je Kotha Lyrics in Bengali


আজ মুখেতে বললে তুমি যে কথা 


শিল্পী - কিশোর কুমার
ছবি - সন্ধ্যা প্রদীপ

আজ মুখেতে বললে তুমি যে কথা
আজ মুখেতে বললে তুমি যে কথা
সে কথাই শেষ কথা কি 
মুখেতে বললে তুমি যে কথা 
সে কথাই শেষ কথা কি 
মন কি ভিন্ন কথা কয় নি
আমাকে হারাতে এসে 
তোমারো কি পরাজয় হয় নি 
আমাকে হারাতে এসে 
তোমারো কি পরাজয় হয় নি
আজ মুখেতে বললে তুমি যে কথা ।

ফাগুনে যে ফুল ছিঁড়ে গেলে 
স্বপ্নে আগুন দিলে জ্বেলে
ফাগুনে যে ফুল ছিঁড়ে গেলে 
স্বপ্নে আগুন দিলে জ্বেলে
তার নীচে কোথাও কি 
তার নীচে কোথাও কি
ফল্গুর কোনো ধারা বয় নি 
আমাকে হারাতে এসে 
তোমারো কি পরাজয় হয় নি
আজ মুখেতে বললে তুমি যে কথা ।

যে ব্যাথা আমায় দিতে এলে 
সব আগে তাই নিজে পেলে
যে ব্যাথা আমায় দিতে এলে 
সব আগে তাই নিজে পেলে
তাকে বুক পেতে নাওনি কি 
বুক পেতে নাওনি কি
যে আঘাত এই বুকে সয় নি
আমাকে হারাতে এসে 
তোমারো কি পরাজয় হয় নি
আজ মুখেতে বললে তুমি যে কথা ।



5 comments:

  1. শিল্পীঃ মহম্মদ রফি
    গানের লিরিক্সঃ ধীরে ধারে চল চাঁদ গগন মে।
    ধীরে ধীরে চল চাদ গগন মে
    এরে, ধীরে ধীরে চল চাঁদ গগন মে।
    কাহিন ঢাল না জায়ে রাত,
    টুট না জায়ে সপ্নে,
    ধীরে ধীরে চল চাঁ গগন মে।
    ভ কিয়া চীজ থি মিলকে নজর গিরা দি
    হুয়া ভো আসার কে হামনে নজর ঝুকা দে।
    গুন গুন গুঞ্জে রাগ ,
    আজ পবন মে,
    ধীরে ধীরে চল চাঁদ গগন মে।
    জো দিল মিল গায়ে, দিয়ে জাল গায়ে
    হাজারওন আজি তুম মিল গায়ে,
    তো গুল খিল গায়ে হাজারওন হোঙ্গি
    জো বাট আজ নিলনা মে,
    এরে, ধীরে ধীরে চল চাঁদ গগন মে।
    মহম্মদ রফি গানের লিরিক্সঃ

    ReplyDelete
  2. শীল্পীঃ মহম্মদ রফি
    গানের লিরিক্সঃ তুম বিন সাজান বর্ষা।
    তুম বিন সাজান বর্ষে নয়ন
    জব বাদল বর্ষে মজবুর
    তুম দিল মিলনে কে তারাসে।
    লাগিল সঈ যে রাত আন্ধেরি,
    বেথি হ্যাই দিল কো ঘের কে,
    রুথে জো তুম সব চল, দিয়ে মুখ ফির কে,
    যে দিল তেরে প্যার কি খাতির জব সে বেগানা হো গায়ে
    ইক খোয়াব থে সব লুট গায়ে,
    সব থো গায়ে,
    প্যায়সে প্যায়সে না হামারে রো রো কে হারে
    সাজানো আথোন পহ বরসে গগনেই অঙ্গনে। মহম্মদ রফি গানের লিরিক্সঃ

    ReplyDelete
  3. শিল্পীঃ কিশোর কুমার
    গানেের লিরিক্সঃ মেরি ভিগি ভিগি সি পালকন পে রেহ গায়ে।
    মেরি ভিগি ভিগি সি পালকন পে রেহ গায়ে
    জাইসে মেরে সপ্নে বিখার কে
    জালে ম্যান তেরা ভি কিসেকে
    মিলানকো অনামিকা তু ভি তারসে
    মেরি ভিগি ভিগি সি পালকন পে রেহ গায়ে।
    তুজহে বিন জানে বিন পেহচানে
    নেই হৃদয়সে লাগায়া
    পার মেরে প্যার কে বদলে মেই তুনে
    মুজকো যে দিন দিখলায়া
    জাইসে বিরহা কি রুট মেই কাতি
    তদাপকে আহেন ভার ভার কে
    জালে ম্যান তেরা ভি কিসি কে
    মিলান কো অনামিকা তু ভি তারসে
    মেরি ভীগি ভীগি সি
    আগ সে নাতা নারি সে রিশতা
    কাহে ম্যান সমাজ না পায়া
    মুজহে কিয়া হুয়া থা
    এক বেওয়াফা সে
    হায় মুঝহে ক্যুন প্যায়ার আয়া
    তেরি বেওয়াফাই পে হ্যানসে জাগা সারা।

    ReplyDelete

CHAR CHAR BANGDI VALI GADI LYRICS - KINJAL DEV - চার চার বংডি বালি গাড়ি - VERSION- ENGLISH - BENGALI LYRICS GUJRATI SONG

Char Char Bangdi Vali Gadi song is sung by Kinjal Dev from Gujtati   song album Char Bangdi Vali Audi Varraja Ni Gadi . Song Cradits...

Trending Lyrics