Tuesday, 15 August 2017

O AMAR PRAN SAJANI CHAMPABOTI KANYA LYRICS BY LATA MANGESHKAR - ও আমার প্রাণ সজনী চম্পাবতী কন্যা - O Amar Pran Sajani Lyrics in Bengali

O Amar Pran Sajani song is sung by Lata Mngeshkar

O AMAR PRAN SAJANI CHAMPABOTI KANYA LYRICS BY LATA MANGESHKAR - ও আমার প্রাণ সজনী চম্পাবতী কন্যা - O Amar Pran Sajani Lyrics in Bengali








Song :O Amar Pran Sajani Champaboti
Artist :Lata Mangeshkar
Lyricist :Salil Chowdhury

O Amar Pran Sajani Champaboti Lyrics in Bengali


ও আমার প্রাণ সজনী চম্পাবতি কন্যা

শিল্পী - লতা মঙ্গেশকর

[ও আমার প্রাণ সজনী 
চম্পাবতি কন্যা
হায় কত দিন রজনী 
তোরে যে দেখিনা
পদ্ম দীঘির ঘাটে কি 
এখনো তুমি আসো 
কামরাঙ্গা শাড়িটিরে 
অঙ্গে জড়ায়ে আসো
পদ্ম দীঘির ঘাটে কি 
এখনো তুমি আসো 
কামরাঙ্গা শাড়িটিরে 
অঙ্গে জড়ায়ে আসো
চম্পাবতি গো কন্যা 
চম্পাবতি গো কন্যা
চম্পাবতি গো কন্যা 
চম্পাবতি গো কন্যা 
কিছুতেই তোরে 
ভুলিতে পারিনা হায় ]২ 

কিশোরী কুমারী ছিল সেদিন 
কত না খুশি আর হাসির সেদিন
মনের মাটিতে শিউলি ফুলে 
টাপুর টুপুর ঝরে পড়ার সেদিন
কিশোরী কুমারী ছিল সেদিন 
কত না খুশি আর হাসির সেদিন
মনের মাটিতে শিউলি ফুলে 
টাপুর টুপুর ঝরে পড়ার সেদিন
ঝরনা ঝিরঝির বাতাস শিরশির 
অঙ্গে অঙ্গে অনুভবের সেদিন
চম্পাবতি গো কন্যা 
চম্পাবতি গো কন্যা
চম্পাবতি গো কন্যা 
চম্পাবতি গো কন্যা 
কিছুতেই তোরে 
ভুলিতে পারিনা হায়
ও আমার প্রাণ সজনী 
চম্পাবতি কন্যা
হায় কত দিন রজনী 
তোরে যে দেখিনা

এখানে কাটেনা না যে আর বেলা 
সারাটা দিন শুধু হেলাফেলা
ভেঙ্গে গেছে সেই সব খেলা 
ভেসে গেছে স্বপ্নের ভেলা
এখানে কাটেনা না যে আর বেলা 
সারাটা দিন শুধু হেলাফেলা
ভেঙ্গে গেছে সেই সব খেলা 
ভেসে গেছে স্বপ্নের ভেলা
এখানে বেচাকেনা 
শুধুই পাওনা দেনা এরা তো
বুঝবে না কি সে জ্বালা
চম্পাবতি গো কন্যা 
চম্পাবতি গো কন্যা
চম্পাবতি গো কন্যা 
চম্পাবতি গো কন্যা 
কিছুতেই তোরে 
ভুলিতে পারিনা হায় 
ও আমার প্রাণ সজনী 
চম্পাবতি কন্যা
হায় কত দিন রজনী 
তোরে যে দেখিনা

No comments:

Post a Comment

CHAR CHAR BANGDI VALI GADI LYRICS - KINJAL DEV - চার চার বংডি বালি গাড়ি - VERSION- ENGLISH - BENGALI LYRICS GUJRATI SONG

Char Char Bangdi Vali Gadi song is sung by Kinjal Dev from Gujtati   song album Char Bangdi Vali Audi Varraja Ni Gadi . Song Cradits...

Trending Lyrics