Amar Poojar Phool song is sung by Kishore Kumar from Album Amar Poojar Phool
Song : Amar Poojar Phool
Artist : Kishore Kumar
শিল্পী - কিশোর কুমার
আমার পূজার ফুল
ভালবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল বুঝোনা
আমার পূজার ফুল
ভালবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল বুঝোনা
মালা গেঁথে রেখেছি
পরাব তোমায়
তুমি যেন ছিঁড়ে ফেলনা ।
।যে কথা যায় না বলা
শুধু বোঝা যায়
মনের গভীরে শুধু আলো
হয়ে রয়ে যায় ।২
সে রঙ্গীন আলোর দীপ
কোনোদিনো নিভে যাবে না
আমার পূজার ফুল
ভালবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল বুঝোনা ।
।জানিনা কেমন করে
কি দেব তোমায়
মন ছাড়া আর কিছু
নেই কো আমার ।২
সুখের শাওন যদি
মেঘ নিয়ে আসে
ভিজে যাবো আগুনে
তোমার বরসায় বসে
বিজলীর আগুনেতে লেখা নাম
কোনো দিন মুছে যাবে না
আমার পূজার ফুল
ভালবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল বুঝোনা ।
Song : Amar Poojar Phool
Artist : Kishore Kumar
Amar Poojar Phool Lyrics in Bengali
আমার পূজার ফুল ভালবাসা হয়ে গেছে
শিল্পী - কিশোর কুমার
আমার পূজার ফুল
ভালবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল বুঝোনা
আমার পূজার ফুল
ভালবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল বুঝোনা
মালা গেঁথে রেখেছি
পরাব তোমায়
তুমি যেন ছিঁড়ে ফেলনা ।
।যে কথা যায় না বলা
শুধু বোঝা যায়
মনের গভীরে শুধু আলো
হয়ে রয়ে যায় ।২
সে রঙ্গীন আলোর দীপ
কোনোদিনো নিভে যাবে না
আমার পূজার ফুল
ভালবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল বুঝোনা ।
।জানিনা কেমন করে
কি দেব তোমায়
মন ছাড়া আর কিছু
নেই কো আমার ।২
সুখের শাওন যদি
মেঘ নিয়ে আসে
ভিজে যাবো আগুনে
তোমার বরসায় বসে
বিজলীর আগুনেতে লেখা নাম
কোনো দিন মুছে যাবে না
আমার পূজার ফুল
ভালবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল বুঝোনা ।
Nice line
ReplyDelete