Aaj Theke Aar Bhalobasar Naam song is sung by Kishore Kumar From Album Amar Poojar Phool and Lyricist Mukul Dutta
Song : Aaj Theke Aar Bhalobasar
Artist : Kishore Kumar
Lyricist : Mukul Dutta
Album : Amar Poojar Phool
শিল্পী - কিশোর কুমার
আজ থেকে আর ভালবাসার
নাম নেব না আমি
জেনো আজ থেকে আর
ভালবাসার নাম নেব না আমি
তারে দিয়ে ছিলাম যা কিছু
তারে দিয়ে ছিলাম যা কিছু
তা আমার চেয়ে দামি
নাম নেব না আমি ।
আপন ভেবে যারে আমি
দিয়েছিলাম মন
পরের মত চেয়ে আছে
সে আমার আপনজন
আপন ভেবে যারে আমি
দিয়েছিলাম মন
পরের মত চেয়ে আছে
সে আমার আপনজন
হেরে গেলাম শেষে দেখি
আমার কাছে আমি
নাম নেব না আমি
জেনো আজ থেকে আর
ভালবাসার নাম নেব না আমি ।
তোমার জাওয়ার পথে আমার
ফাগুন চলে যায়
নিভে যাওয়া আলোর বুকে
সে আগুন রয়ে যায়
কেমন করে তোমার কথা
ভুলে যাবো আমি
নাম নেব না আমি
জেনো আজ থেকে আর
ভালবাসার নাম নেব না আমি ।
Song : Aaj Theke Aar Bhalobasar
Artist : Kishore Kumar
Lyricist : Mukul Dutta
Album : Amar Poojar Phool
Aaj Theke Aar Bhalobasar Lyrics in Bengali
আজ থেকে আর ভালবাসার নাম নেব না আমি
শিল্পী - কিশোর কুমার
আজ থেকে আর ভালবাসার
নাম নেব না আমি
জেনো আজ থেকে আর
ভালবাসার নাম নেব না আমি
তারে দিয়ে ছিলাম যা কিছু
তারে দিয়ে ছিলাম যা কিছু
তা আমার চেয়ে দামি
নাম নেব না আমি ।
আপন ভেবে যারে আমি
দিয়েছিলাম মন
পরের মত চেয়ে আছে
সে আমার আপনজন
আপন ভেবে যারে আমি
দিয়েছিলাম মন
পরের মত চেয়ে আছে
সে আমার আপনজন
হেরে গেলাম শেষে দেখি
আমার কাছে আমি
নাম নেব না আমি
জেনো আজ থেকে আর
ভালবাসার নাম নেব না আমি ।
তোমার জাওয়ার পথে আমার
ফাগুন চলে যায়
নিভে যাওয়া আলোর বুকে
সে আগুন রয়ে যায়
কেমন করে তোমার কথা
ভুলে যাবো আমি
নাম নেব না আমি
জেনো আজ থেকে আর
ভালবাসার নাম নেব না আমি ।
No comments:
Post a Comment